স্বেচ্ছায় পদত্যাগ করলেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার ঠিক বিকেল ৪টে নাগাদ দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার কাছে ইস্তফাপত্র জমা দেন তিনি। দিল্লির নয়া মুখ্যমন্ত্রী হবেন আতিশি। সদ্যই শর্তসাপেক্ষ জামিনে তিহার জেল থেকে মুক্তি পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। জেল থেকে বেরিয়েই চমক দেন তিনি। দিল্লিবাসীর উদ্দেশে কেজরিওয়ালের ঘোষণা, ‘আমি দু’দিন পর দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেব। মানুষের সমর্থন ফেলে তবেই ফিরব। প্রয়োজনে সমর্থন কুড়োতে মানুষের বাড়ি বাড়ি যাব। মানুষের রায় না পাওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না।’ এ কথা ঘোষণার পর থেকেই জাতীয় রাজনীতিতে হইচই পড়ে যায়। অরবিন্দ কেজরিওয়াল ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গেই দিল্লিতে নির্বাচন হবে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে। কেজরিওয়ালের আর্জি নভেম্বরেই মহারাষ্ট্রের সঙ্গে সঙ্গে দিল্লিতেও করানো হোক বিধানসভা নির্বাচন। এ দিকে, মঙ্গলবারই তাঁর কিচেন ক্যাবিনেটের অন্যতম ভরসার নেত্রী আতিশিকে নিজের কুর্সিতে বসানোর কথা ঘোষণা করেন কেজরিওয়াল। আতিশি দায়িত্ব পেয়েই দিল্লিবাসীর কাছে আর্জি জানান, বিপুল সমর্থন দিয়ে আপনাদের ছেলেকে আবার মুখ্যমন্ত্রী পদে নিয়ে আসুন।