দেশ

দিল্লি পুলিশকে নিয়ে ষড়যন্ত্র করছেন অমিত শাহঃ কেজরিওয়াল

দিল্লি পুলিশের দাবি, শাহিনবাগে যে শূন্যে গুলি চালিয়েছিল, সে আম আদমি পার্টির সদস্য। এই অভিযোগকে ষড়যন্ত্র বলে উড়িয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, দিল্লি পুলিশকে নিয়ে ‘নিচুস্তরের ষড়যন্ত্র’ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজধানীতে ভোটের ৪৮ ঘণ্টা আগে তিনি আম আদমি পার্টির বিরুদ্ধে পুলিশকে ব্যবহার করতে চাইছেন। কেজরিওয়ালের দাবি, বন্দুকবাজের পরিবারও বলেছে, সে আপের সদস্য নয়। কেজরিওয়ালের কথায়, “আপনারা কি মনে করেন, আমরা শাহিনবাগে গুলি চালাতে পারি? বন্দুকবাজের পরিবার বলছে, তার সঙ্গে আপের কোনও সম্পর্ক নেই। নির্বাচনের যখন ২৪ ঘণ্টাও বাকি নেই, তখন এই ধরনের নিচুমানের ষড়যন্ত্র হচ্ছে। পুলিশকে ভোটের আগে ব্যবহার করা হচ্ছে।” বন্দুকবাজের নাম কপিল গুজ্জর। তার পরিবার জানিয়েছে, সে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না। গত শনিবার কপিল ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে শাহিনবাগে গুলি চালায়। তার কাছেই নাগরিকত্ব আইনের বিরোধীরা অবস্থান করছিলেন।