দিল্লির হিংসা থামানোর জন্য সরাসরি রাষ্ট্রপতির দ্বারস্থ হল কংগ্রেস। বৃহস্পতিবার দুপুর ১২ নাগাদ রাষ্ট্রপতি ভবনে গিয়ে রামনাথ কোবিন্দের হাতে এই সম্পর্কিত একটি স্মারকলিপি তুলে দেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রাক্তন স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী চিদম্বরম ও গুলাম নবি আজাদ-সহ কংগ্রেসের অন্য শীর্ষ নেতারা। রাষ্ট্রপতির কাছে গিয়ে দিল্লির হিংসাত্মক পরিস্থিতির জন্য সোজাসুজি কেন্দ্র ও দিল্লির কেজরিওয়ালের সরকারকে দায়ী করেন তাঁরা। গত ৪দিন ধরে দিল্লির বিভিন্ন জায়গায় নির্বিচারে মানুষ খুন হলেও তারা নির্বাক দর্শকের মতো আচরণ করছে বলে অভিযোগ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পদ থেকে অমিত শাহকে সরানোর দাবিও তোলেন। রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়ার পর রাষ্ট্রপতি ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন কংগ্রেস নেতারা। সেখানে তারা জানান, রাষ্ট্রপতির কাছে এই বিষয়ে একটি স্মারকলিপি জমা দিয়ে ‘রাজধর্ম’ পালন করার আবেদন জানিয়েছেন।