দেবশ্রী রায়ের ব্যাপারে কোনও কথা হয়নি। রাজ্য বিজেপি সভাপতির দিলীপ ঘোষের দাবি উড়িয়ে পাল্টা এই দাবি করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার রাজ্য বিজেপির প্রধান দিলীপ ঘোষ সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ‘অনুরোধে’ তিনি দেবশ্রী রায়ের সঙ্গে দেখা করেছিলেন। তিনি বলেন, ‘মহুয়ার সঙ্গে আমার ফোনে কথা হয়। অন্য কথার ফাঁকে তিনি আমাকে তৃণমূল বিধায়ক দেবশ্রীর সঙ্গে দেখা করার অনুরোধ জানিয়ে বলেন, দেবশ্রী মনোকষ্টে আছেন। আমি যেন দেখা করি।’ যদিও মহুয়ার পাল্টা প্রশ্ন, ‘এটা কি বিশ্বাসযোগ্য? দিলীপবাবু রসিক মানুষ। উনি রসিকতা করে থাকলে আমি কী করতে পারি!’ মহুয়া জানিয়েছেন, দিলীপ ঘোষের সঙ্গে সেন্ট্রাল হলে দেখা হত। ওনার সঙ্গে দেবশ্রীকে নিয়ে কথা হয়নি বা আলাদা দেখা হয়নি। মহুয়া আরও জানান, বিজেপি সভাপতি যেদিন বিধানসভায় এলেন আমায় বললেন উনি করিমপুর যাচ্ছেন। আমি বললাম ইয়ার্কি মেরে আমার জন্য গিয়ে এক্সট্রা ঝামেলা তৈরি করবেন না। এর থেকে বেশি কিছু বলার নেই বলে জানিয়েছেন মহুয়া। এইসব অযথা বিতর্ক আমার থাকার ব্যাপার নেই, জানিয়ে সাফাই দেওয়ার চেষ্টা করেছেন তিনি।