দেশ

দেশেজুড়ে আরও ২ সপ্তাহের জন্য বাড়ল লকডাউনের মেয়াদ

আগামী ১৭ মে পর্যন্ত বাড়ল লকডাউন 

নয়াদিল্লিঃ বাড়ল লকডাউনের মেয়াদ, বিজ্ঞপ্তি জারি স্বরাষ্ট্রমন্ত্রকের। গ্রিন এবং অরেঞ্জ জোনে কিছু কিছু ক্ষেত্রে থাকবে ছাড়। আরও ২ সপ্তাহের জন্য বাড়ল লকডাউন। আজ লকডাউন বাড়ানোর কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। করোনাভাইরাস সংক্রমণে পরিস্থিতি খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। দ্বিতীয় দফার লকডাউন ৩ মে পর্যন্ত চলবে। এরপর ৪ মে থেকে আবারও ২ সপ্তাহের জন্য তৃতীয় দফার লকডাউন শুরু হবে। অর্থাত্‍ ১৭ মে পর্যন্ত চলবে লকডাউন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা সচিব বিপিন রাওয়াত-সহ অন্যান্য মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত সরকারের বিপর্যয় মোকাবিলা আইন ২০০৫ অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে দেশজুড়ে চিহ্নিত রেড, অরেঞ্জ ও গ্রিন জ়োনের কোথায় কতটা ঝুঁকি রয়েছে, কী করনীয় বা কীসে নিষেধাজ্ঞা, তার গাইডলাইন প্রকাশ করা হয়েছে। এছাড়া লকডাউন চলাকালীন অরেঞ্জ ও গ্রিন জোনে বেশ কিছু ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র। সেসবও উল্লেখও রয়েছে গাইডলাইনে। তৃতীয় দফার এই লকডাউনেও সম্পূর্ণ বন্ধ থাকবে বিমান, রেল এবং মেট্রো পরিষেবা। এমনকি আন্তঃরাজ্য যাতায়াতেও নিষেধাজ্ঞা বহাল থাকবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান, হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল, সিনেমা হল, স্টেডিয়াম সবকিছুই আগামী ১৭ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কোনও এলাকাতেই সন্ধে ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত কেউ বাড়ির বাইরে বেরোতে পারবেন না। নতুন লকডাউনের গ্রিন, রেড এবং অরেঞ্জ জোনে বেশ কিছু ছাড় দিলেও সন্ধে সাতটার পর বাড়ির বাইরে থাকা নিয়ে কড়াকড়ি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।লকডাউনো গোটা দেশে কী কী বন্ধ থাকছে তার নির্দেশিকা জারি করা হয়েছে, দেখে নিন একনজরে –

🔴 দেশীয় এবং আন্তর্জাতিক সব উড়ান পরিষেবা বন্ধ থাকবে। কেবল মাত্র এয়ার অ্যাম্বুলেন্স, পণ্য পরিবহণে কার্গো বিমান এবং সেনাবাহিনীর উড়ানে ছাড় দেওয়া হয়েছে।
🔴 লোকাল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার কোনও ট্রেন চলাচল করবে না গোটা দেশে। কেবল মাত্র মালগাড়ি এবং সেনা পরিবহণের ক্ষেত্রে ট্রেন চলাচল করবে।
🔴 মেট্রোরেল পরিষেবা একেবারেই বন্ধ থাকবে।
🔴 আন্তরাজ্য বাস পরিষেবা আগের মতই বন্ধ থাকছে। শুধুমাত্র কিছু জরুরি ক্ষেত্রে কেন্দ্রের অনুমতি সাপেক্ষে বাস চালানো যাবে।
🔴 চিকিত্‍সার প্রয়োজন ছাড়া কেউ এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াত করতে পারবেন না।
🔴 স্কুল, কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে অনলাউনে শিক্ষার ব্যবস্থা করা যাবে।
🔴 সিনেমা হল, শপিং মল, জিম,স্পোর্টস কমপ্লেক্স,সুইমিং পুল, বিনোদন পার্ক, থিয়েটার, বার, অডিটোরিয়াম, অনুষ্ঠান বাড়ি বন্ধ থাকবে।
🔴 সব ধর্মীয়, সামাজিক, বিনোদন, শিক্ষা, সংস্কৃতি মূলক অনুষ্ঠান নিষিদ্ধ থাকছে।
🔴 সব ধর্মস্থান এবং ধর্মীয় সমাবেশ বন্ধ রাখতে হবে।
🔴 সন্ধ্যে ৭টার পর বাড়ির বাইরে নয়, তিন জোনেই মানতে হবে নির্দেশ।