দেশ

দ্বিতীয়বার জেতার পর প্রথম ভাষণে গান্ধি পরিবারকে খোঁচা প্রধানমন্ত্রীর

দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সংসদে প্রথম ভাষণে নরেন্দ্র মোদি বলেন, গান্ধি-নেহরু পরিবারের সদস্য ছাড়া কংগ্রেস কারও চেষ্টাকে মর্যাদা দেয়নি। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ সূচক ভাষণে লোকসভায় মোদী বলেন, কংগ্রেস কখনই প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী এবং নরসিমা রাও-এর কাজের ভাল দিকগুলিকে বক্তব্য রাখেনি। নাম না করে প্রধানমন্ত্রী বলেন, কিছু লোক মনে করেন দেশের অগ্রগতিতে কয়েকটি নামই জড়িত। তাঁরা শুধুমাত্র কয়েকজনের নামই শুনতে চান। বাকিদের নামকে তাঁরা অবজ্ঞা করেন। কিন্তু বিজেপির নেতৃত্বাধীন সরকার বিষয়টি নিয়ে ভিন্নভাবে চিন্তা করেন। তারা ভাবে, প্রত্যেকটি মানুষেরই দেশের অগ্রগতিতে গুরুত্ব রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, নরসিমা রাওজির ভাল কাজ নিয়ে তারা কখনও বলেছে কি? লোকসভায় বিতর্কে কিছু লোক মনমোহন সিংজিকে নিয়েও কিছু বলেন না। লোকসভায় ভাষণে মোদি কংগ্রেসকে জরুরি অবস্থার সময়ের কথাও মনে করিয়ে দেন। যা কখনই মুছে যাওয়ার নয় বলেও মন্তব্য করেন তিনি।