নয়াদিল্লি: দেশজুড়ে নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের কয়েক লক্ষ বিচারাধীন মামলার মামলার দ্রুত নিষ্পত্তির জন্য মোট ১০২৩ ফাস্ট ট্র্যাক বিশেষ আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় আইনমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই বিশেষ আদালতের প্রত্যেকটিতে প্রতিবছর কমপক্ষে ১৬৫ টি মামলা নিষ্পত্তি হবে বলে আশা করা হচ্ছে।সংশ্লিষ্ট মন্ত্রক সূত্রে জানা গিয়েছে মোট ১,০২৩ টি বিশেষ আদালত (এফটিএসসি) গঠন করা হবে, যার মধ্যে ৩৮৯ টি আদালত সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী শিশুদের যৌন অপরাধ (পকসো) আইন অনুসারে নিবন্ধিত মামলাগুলির শুনানি করবে। বাকি ৪৩৪ টি এফটিএসসি প্রয়োজনীয়তার উপর নির্ভর করে ধর্ষণ সংক্রান্ত মামলা এবং পকসো আইনের মামলাগুলির শুনানি করবে।আইনমন্ত্রকের প্রস্তাবে আরও বলা হয়েছে, প্রতিটি এফটিএসসি প্রতি ত্রৈমাসিকে ৪১ থেকে ৪২ টি এবং বছরে কমপক্ষে ১৬৫ টি মামলা নিষ্পত্তি করবে। মন্ত্রক সূত্র অনুযায়ী ধর্ষণের মোট ১,৬৬,৮৮২ টি মামলা এবং পকসো আইনের আওতায় দেশব্যাপী বিভিন্ন আদালতে কয়েক হাজার মামলা বিচারাধীন রয়েছে। দেশে ৩৮৯ টি জেলা রয়েছে যেখানে পকসো আইনের অধীনে বিচারাধীন মামলার সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। সুতরাং, শীর্ষ আদালতের নির্দেশনা অনুযায়ী, এ জাতীয় বিশেষ আদালত প্রতিটি জেলায় একটি করে থাকবে, যা অন্য কোনও মামলার বিচার করবে না।