কলকাতাঃ লকডাউনে মানুষের অসুবিধে হচ্ছে। আবার করোনা সংক্রমণ আটকাতে সাবধান থাকাও দরকার। জানা গেছে, আগামী সোমবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে যে লকডাউন চলছে তা আরও বাড়ানো উচিত কিনা এই নিয়েই আলোচনা হবে বৈঠকে। তার আগেই লকডাউন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মতামত বিশেষ গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের জানিয়েছেন, পর্যায়ক্রমে অর্থাৎ ধাপে ধাপে লকডাউন তোলার কথা। কেন্দ্র সরকারের জারি করা লকডাউন শেষ হওয়ার কথা ৩ মে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব, পরদিন থেকে তিনটি পর্যায়ে লকডাউন উঠে যাক। ৪ মে থেকে রাজ্যে লকডাউন ২৫ শতাংশ শিথিল করা হোক। তার পরের সপ্তাহে ৫০ শতাংশ করা হবে। আর তৃতীয় সপ্তাহে লকডাউন পুরোপুরি উঠে যাক। তবে বিমান ও রেল পরিষেবা, বিশেষ করে দূরপাল্লার রেল বন্ধ রাখার পক্ষে তিনি। করোনা সংক্রমণের হটস্পটগুলি আলাদা রাখা এবং হাসপাতালে চিকিত্সার কাজ যেমন চলছে তেমনই চলবে। মুখ্যমন্ত্রী বলেন, এই রাজ্য ৩০ থেকে ৪০ হাজার ডেঙ্গি আক্রান্তকে সারাতে সক্ষম হয়েছে এর আগে। কোভিড ১৯-এর মোকাবিলার ক্ষমতাও তাঁর সরকারের আছে। কিন্তু ত্রুটিপূর্ণ টেস্ট কিট পাঠিয়ে রাজ্যকে সুচিকিত্সা থেকে বঞ্চিত করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। সম্প্রতি অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।