এবার ধীরে ধীরে শীত বিদায়ের পালা শুরু হচ্ছে রাজ্যে। আজ শুক্রবার থেকে ধাপে ধাপে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। ইতিমধ্যেই দিনের বেলা চড়া রোদে অস্বস্তি শুরু হয়ে গিয়েছে। তবু এখনই শীত বিদায় নিল, একথা বলতে নারাজ আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার এখানকার অধিকর্তা গণেশকুমার দাস বলেন, সাধারণত পরপর কয়েকদিন যদি সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয়, তাহলে ধরে নেওয়া হয় শীত বিদায় নিচ্ছে। কিন্তু বৃহস্পতিবারও কলকাতায় সবর্নিম্ন তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। দমদম এলাকায় তা ছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। তাই দিনের পারদ চড়লেও, তাকে শীত বিদায় বলা যাবে না। অধিকর্তা বলেন, এখন পশ্চিমী ঝঞ্ঝা বা অন্য কোনও প্রাকৃতিক রসায়ন তৈরি হওয়ার মতো কিছু নেই। তাপমাত্রা তাই ধীরে ধীরে বাড়তে শুরু করবে। আপাতত কয়েকদিন রোদও থাকবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সেভাবে উত্তুরে হাওয়ার পরশও পাওয়া যায়নি শহরে। যদিও দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতেই তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে আছে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সবর্নিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।