উত্তরপ্রদেশঃ নতি স্বীকার উত্তর প্রদেশ সরকারের। শুক্রবারের পর শনিবারও সকাল থেকে চূড়ান্ত নাটকের পর দুপুরে মির্জাপুরের যে গেস্ট হাউসে রাতভর ছিলেন সেখানেই সোনভদ্রে মৃত আদিবাসীদের পরিবারের সঙ্গে দেখা করলেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। এদিন দুপুরেই রাজ্য সরকারের এক অফিসার প্রিয়াঙ্কাকে আটক করার কথা অস্বীকার করে বলে দেন, প্রিয়াঙ্কা স্বাধীনভাবে যেখানে ইচ্ছে যেতে পারেন। তারপরই মৃতদের আত্মীয়দের সঙ্গে দেখা করেন প্রিয়াঙ্কা। পরে তিনি বললেন, ‘আমার উদ্দেশ্য সফল হয়েছে। আমি রাহুল গান্ধীর কথায় এখানে এসেছি।’ আদিবাসী পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ শেষে ফের আসার প্রতিশ্রুতি দিয়ে চুনার ছাড়েন প্রিয়াঙ্কা। মৃতদের পরিবার পিছু কংগ্রেসের ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণার কথাও জানান তিনি।