দেশ

নির্দেশ পেলেই পাক অধিকৃত কাশ্মীর ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ: সেনা প্রধান

সেনা প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথম সাংবাদিক বৈঠকেই পাক অধিকৃত কাশ্মীর নিয়ে স্পষ্ট বার্তা দিলেন এম এম নারাভানে। আজ নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে তিনি এবিষয়ে বলেন, ‘সম্পূর্ণ জম্মু-কাশ্মীর যে ভারতের অংশ সে বিষয়ে আগেই সংসদে প্রস্তাব পাস হয়ে রয়েছে। সংসদ চাইলে ওই অঞ্চল ভারতের অংশ হওয়া উচিত’। এরপর সেনা প্রধানকে প্রশ্ন করা হয়, সেনাবাহিনী কি পদক্ষেপ নিতে তৈরি? নারাভানের জবাব, ‘নির্দেশ পেলেই পাক অধিকৃত কাশ্মীর ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে’।