কলকাতা জেলা

নির্বাচনে পিকের বার্তা, জয়ের লক্ষ্যে তৃণমূলে টার্গেট ১৮ থেকে ২৫-এর যুব সমাজ

সামনেই পুরভোট আর এরপরই ২০২১-এর নির্বাচন। এই দুই ভোটের আগহে কোমর বাঁধছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী এবার মহাসংগ্রামে জিততে নতুন পরিকল্পনা নিয়ে ময়দানে নামছেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই জনসংযোগে জোর দিয়েছিলেন। সেইসঙ্গে তাঁর আইপ্যাক টিম মন বোঝার কাজ করছিল। এবার নয়া দাবাই দিলেন পিকে। সম্প্রতি পিকে রিপোর্ট জমা দিয়েছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তারপরই পিকে ফের নতুন কাজে নেমে পড়েছেন। তাঁর এবার নজর যুব ভোটারদের দিকে। ভোট বিশ্লেষণে নেমে তিনি দেখেছেন যুব ভোটারদের মধ্যে জনপ্রিয়তা কমেছে তৃণমূলের। তাই ১৮ থেকে ২৫ বছর বয়সী ভোটারদের এবার তৃণমূলে সামিল করতে হবে। এই মর্মে প্রশান্ত কিশোর বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কেন ছাত্র-যুবদের মধ্যে তৃণমূলের জনপ্রিয়তা কমছে, তা নিরূপণের পাশাপাশি, যুব সম্প্রদায়ের মন জয়ে প্রচার শুরু করার ব্যাপারে আলোচনা হয়।

ফাইল চিত্র।