কলকাতা

‘নির্লজ্জের মতো মুসলিম তোষণ করেন, এটা মাইক-ঝাঁটা হাতে নাটক করার সময় নয়,’ মমতাকে পালটা বেনজির আক্রমণ রাজ্যপালের

শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পালটা যে জবাব দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়, তা এক কথায় বেনজির। রাজ্যপালের স্পষ্ট অভিযোগ, করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে তাঁর সরকারের ব্যর্থতা থেকে মানুষের চোখ ঘোরাতে চাইছেন মুখ্যমন্ত্রী। ধনকড় লিখেছেন, ‘এই প্রথম আপনার মতামত জানতে পেরে আমি উপকৃত হলাম.,সাংবিধানিকভাবে আপনি পুরোপুরি ব্যর্থ, এটা স্পষ্টভাবে জানাচ্ছি’।  ধনকড়ের মূল কথা, একজন প্রশাসনিক প্রধান হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম তোষণ নির্লজ্জের পর্যায়ে পৌঁছে গিয়েছে। তিনি বলেন, আপনার তোষণনীতি এতটাই বেআব্রু ও দৃষ্টিকটু যে নিজামুদ্দিন মার্কাজ নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করায় আপনি বলেছেন, ‘সাম্প্রদায়িক প্রশ্ন করবেন না।’ এমনকি চিঠিতে রাজ্যপাল এও লিখেছেন, “যাঁদের একটু সাহস রয়েছে, তাঁদের বলুন আপনাকে আয়না দেখাতে। এই সংকটের পরিস্থিতিতে মাইক, ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রীর ঘুরে বেড়ানো কতটা বুদ্ধিমানের কাজ হচ্ছে। এই মুহূর্তে আসল কাজ ও সুশাসন দরকার, নাটক বা রাজনীতি নয়।” তিনি এও লেখেন, ‘আপনি নিজের বিবেকের কথা শুনুন এবং রাষ্ট্রীয় বিধি মেনে চলুন। বাইরের জগতের দ্বারা প্রভাবিত না হয়ে নিজেকে আয়নার সামনে দাঁড় করান।’ নিঃসন্দেহে একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই ধরনের বার্তা বেশ অবমাননাকর এবং তীব্র আক্রমণও বটে।