দেশ

পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

কাশ্মীর ৩৭০ ধারা বিলোপ ইস্যু নিয়ে একের পর পাক নেতা-মন্ত্রীর অনধিকার চর্চার বিরোধিতায় কড়া বার্তা দিল ভারত। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের সচিব রবীশ কুমার বলেন, জঙ্গি অনুপ্রবেশে মদত না দিয়ে পাকিস্তানের ভদ্র প্রতিবেশীর মতো আচরণ করা উচিত। রবীশ কুমার বলেন, ‘ভারতের আভ্যন্তরীণ বিষয় নিয়ে যে ভাবে পাকিস্তানি নেতারা আপত্তিকর মন্তব্য ও টুইট করছেন, তার নিন্দা করে ভারত।’ একই সঙ্গে তিনি বলেন, ‘বিশ্বের সামনে কাশ্মীরের তথ্য বিবৃত করছে পাকিস্তান।’ তিনি এও বলেন, ‘কাশ্মীরের সাংবিধানিক বিশেষাধিকার প্রত্যাহারের পর থেকেই পাকিস্তান গোটা বিশ্বকে বোঝাতে চাইছে সেখানে কিছু একটা হচ্ছে। একের পর এক দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে চলেছেন পাকিস্তানি নেতারা।’