ইসলামাবাদ: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। যার জেরে প্রাণ গেল তিন জন নিরীহ মানুষের। যাদের মধ্যে একজন আবার পুলিশকর্মী।সোমবার বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বালচিস্তান প্রদেশে। বালোচিস্তানের লরালাই এলাকায় অবস্থিত পুলিশ কমিশনারের দফতরের ঘটেছে ওই বিস্ফোরণ।পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম সুত্রে জানা গিয়েছে এই খবর। সেই সকল প্রতিবেদন অনুসারে, পুলিশ কমিশনারের কার্যালয়ের অদূরে দু’টি সন্দেহজনক বাইক দেখতে পায় কমিশনারের কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা।প্রথম থেকেই দুই বাইক আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হয়েছিল কমিশনারের কার্যালয়ের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের। সন্দেহ দৃঢ় হতেই, জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় ওই দুই বাইক আরোহীকে। পুলিশের ডাকে সাড়া দেওয়া দূরের কথা। উলটে বাইক নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে তারা।পালটা তাদের পিছনে ধয়া করে পুলিশ। সেই সময়েই ঘটে যায় বিস্ফোরণ। আর তাতেই প্রাণ হারান এক বাইক আরোহীদের পিছু নেওয়া এক নিরাপত্তাকর্মী। সেই সময়েই বিস্ফোরণের চোটে প্রাণ যায় এক বাইক আরোহীর। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে যে মৃত ওই বাইক আরোহী আসলে আত্মঘাতি জঙ্গি। নাশকতার জন্যেই পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে এসেছিল।পুলিশকর্মী এবং ওই বাইক আরোহী ছাড়া আরও এক জনের মৃত্যু হয়েছে ওই ঘটনায়। তবে অপর বাইক আরোহী সম্পর্কে আর কিছু জানা যায়নি। এই ঘটনায় পুলিশ কমিশনারের কার্যালয় সংলগ্ন এলাকায় থাকা বেশ কয়েকজন জখম হয়েছেন।