স্বাধীনতার পর থেকেই দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের সম্পর্কের উত্থান পতন লক্ষ্য করা যাচ্ছে। তবে গত বছর পুলওয়ামায় জঙ্গি হামলা, বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর অভিযান, কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল এবং সর্বশেষ নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে দুই দেশের সম্পর্কের তিক্ততা চরমে উঠেছে। এর মধ্যেই চলতি বছরের শেষের দিকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) এর সম্মেলন উপলক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ জানাতে যাচ্ছে ভারত। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভারতের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার। তারিখ ঠিক না হলেও চলতি বছরের শেষের দিকে রাজধানী নয়াদিল্লিতে এসসিও’র সম্মেলন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এ ব্যাপারে রবীশ কুমার বলেন, ‘এই বছর সরকার প্রধানদের সম্মেলনের আয়োজক ভারত। প্রচলিত রীতি ও পদ্ধতি অনুযায়ী এসসিও’র মোট আট সদস্য দেশ, চার পর্যবেক্ষক দেশ এবং সমস্ত আলোচনার সঙ্গীসহ সব দেশকেই আমন্ত্রণ জানানো হবে।’