মালদা

পাচার হওয়ার আগে ৫৫ লক্ষ ভারতীয় মুদ্রা সহ গ্রেপ্তার দুই

হক জাফর ইমাম, মালদা: মালদা ইংরেজবাজার থানার পুলিশের বড় সাফল্য। পাচার হওয়ার আগে ৫৫ লক্ষ ভারতীয় মুদ্রা সহ দুইজনকে গ্রেপ্তারে। ঘটনাটি ঘটেছে মালদা ইংরেজবাজার থানার ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। উদ্ধার করা হয়েছে ১০চাকার একটি লরি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।জানা গিয়েছে ধৃতদের নাম সুফি আলম(৩২) ও রহমান শেখ(২৮)। বাড়ি মুর্শিদাবাদ জেলার ফারাক্কা এলাকায়। এদিন রাত্রিবেলা ৩৪ জাতীয় সড়ক দিয়ে লরিতে করে টাকা পাচার করছিল। সিটের নীচে টাকা গুলি রাখা ছিল। উদ্ধার হয় ৫৪লক্ষ ৮৯ হাজার ৮০০টাকা। নোটগুলি হল ২০০০,৫০০,১০০ও ২০০ টাকার নোট। মালদা ইংরেজবাজার থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে জাতীয় সড়ক সংলগ্ন সুস্থানী মোড় এলাকায় লরিটিকে আটক কর তল্লাশী চালায়। লরির সিটের নীচ থেকে ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয। টাকা পাচারের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে টাকা গুলি কোথায় পাচার করছিল তার তদন্ত শুরু করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ ও উচ্চপদস্থ কর্তারা।