নয়াদিল্লি: ফের সতর্কবার্তা ভারতীয় গোয়েন্দাদের৷ ২৬/১১ হামলার মাস্টারমাইণ্ড হাফিজ সইদের নতুন জঙ্গি সংগঠন জামাত উল অল হাদিসের প্রশিক্ষণে তৈরি করা হচ্ছে প্রায় তিন থেকে চার হাজার পাক নাগরিককে৷ যারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে প্রস্তুত৷ তাদের সাহায্য করছে পাকিস্তান সেনা৷ এমনই তথ্য দিচ্ছে গোয়েন্দারা৷জানা গিয়েছে, পুজোর সপ্তাহেই এই অনুপ্রবেশের ঘটনা ঘটতে পারে৷ রাওয়ালপিণ্ডিতে ইতিমধ্যেই ৩-৪ হাজার পাক যুবককে নিয়ে প্রশিক্ষণ শুরু করে দিয়েছে হাফিজ সইদ, এমনই তথ্য মিলছে৷ এদের সঙ্গে যোগ দিতে পারে জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (আজাদি)র সদস্যরা৷ সীমান্ত পেরিয়ে কীভাবে ভারতে প্রবেশ করতে হবে, তার পরিকল্পনাও তৈরি করা হয়ে গিয়েছে৷সূত্রের খবর ভারত সীমান্তের ৩২টি গোপন ঘাঁটি চিহ্নিত করা হয়েছে৷ ভারতীয় গোয়েন্দারা এই ৩২টি গোপন ঘাঁটির নামও প্রকাশ করেছেন৷ এই অনুপ্রবেশ সফল করতে পাক সেনা সীমান্ত বরাবর ভারি হামলা চালাতে পারে৷ এই তথ্য পাওয়ার পরেই সীমান্ত বরাবর সেনা নজরদারি বাড়ানো হয়েছে৷এই ৩২টি গোপন ঘাঁটি, যেখান থেকে অনুপ্রবেশ হতে পারে, তার তালিকা রইল৷ দেখে নিন পাকিস্তানের কোন পোস্ট থেকে ভারতের কোন সীমান্ত দিয়ে জঙ্গি ঢোকার আশঙ্কা রয়েছে৷পি পি নালা থেকে পুঞ্চ, সোনার থেকে মাচাল, হাতলঙ্গা থেকে রামপুর, আথমুকাম থেকে কেরান, দুধনিয়াল থেকে কেরান, পোস্ট গিডার ১ থেকে উরি, গান্দগড় থেকে উরি, শারদি থেকে মাচাল, লানজোট থেকে বিজি, মোহরা থেকে বিজি, কাসিম থেকে মাচাল, কোপরা থেকে সুজিয়ান, পি পি বরাবাদ ১ থেকে বিজি, পোলাস থেকে পুঞ্চ, তেজিয়ান থেকে বিজি, মোচি মোহরা থেকে পুঞ্চ, মাদারপুর থেকে কেজি, বাতাল মাজুরা থেকে কেজি, গই থেকে কেজি, থাণ্ডিকাস্সি থেকে বিজি, জানওয়াই থেকে মাচাল, হরমারগি থেকে মাচাল, ছাম থেকে উরি, কাঠার থেকে কৃষ্ণা ঘাঁটি, বোখরা থেকে উরি, পাঁচিবান থেকে উরি, রোজা থেকে কেজি, পি পি টুইন থেকে কেজি, পি এল মাজার থেকে বিজি, নারকোট থেকে নৌগাম, পাক পোস্ট গ্রিন বাম্প থেকে পুঞ্চ৷