কলকাতা

পুজোয় চলবে অতিরিক্ত মেট্রো

কলকাতাঃ ভিড় সামাল দিতে প্রতি বছর পুজোর দিনগুলিতে মেট্রো চলে সারারাত। এবার ভিড়ের সঙ্গে পাল্লা দিতে  পুজোয় মেট্রো চলাচল শুরুর সময় আরও কিছুটা এগিয়ে আনছে কর্তৃপক্ষ। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চতুর্থী থেকে ষষ্ঠী সকাল ৮টা থেকে রাত ১১-১০ পর্যন্ত মেট্রো চালানো হবে। ওই তিনদিন রোজ ২৮৪টি করে ট্রেন চলবে। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে মেট্রো পরিষেবা শুরুর সময়সীমা আরও এগিয়ে আনা হয়েছে।অন্যান্যবার ওই তিনদিন দুপুর ১টা ৪০ মিনিটে পরিষেবা শুরু হলেও এ বার  তা এগিয়ে এনে দুপুর ১টা করা হয়েছে। ওই তিন দিন মেট্রো চলবে ভোর ৪টে পর্যন্ত। দশমীর দিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যবে। ওই দিন চালানো হবে ১৩২টি ট্রেন। অন্যবার দশমীতে ১১০টি ট্রেন চালানো হলেও এ বার ওই সংখ্যা বাড়ানো হচ্ছে। একাদশী থেকে লক্ষ্মীপুজোর আগে পর্যন্ত অবশ্য কম রেক চালানোর পরিকল্পনা নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ওই ক’দিন সকাল ৬টা ৪৫ মিনিট থেকে রাত ৯টা ৫৫ মিনিটের মধ্যে দিনে ১১৮টি করে ট্রেন চালানো হবে। আগামী ১৩ অক্টোবর, লক্ষ্মীপুজোর দিনে ১৩২টি মেট্রো চলবে।