কলকাতা

পুজোয় টালা ব্রিজে চলবে না বাস, জানাল নবান্ন

কলকাতা: টালা ব্রিজ নিয়ে রাজ্য সরকারের বিড়ম্বনার শেষ নেই। সোমবারের পর মঙ্গলবার ফের একবার নবান্নে টালা ব্রিজ নিয়ে একটি শেষ দফার বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে নবান্ন জানায়, পুজোয় টালা ব্রিজে চলছে না বাস। রাইটসের আপত্তিতে ব্রিজের উপর ৩ টনের বেশি ওজনের গাড়ি চালানো যাচ্ছে না।পাশাপাশি নবান্ন জানায়, ৩ অক্টোবর ব্রিজ পরিদর্শনে আসবেন বিশেষজ্ঞরা। টালা ব্রিজের ভবিষ্যৎ নিয়ে পুজোর পর আগামী ১২ তারিখ ফের বৈঠক হবে বলে জানানো হয়। বিশেষজ্ঞদের মত নিয়ে ব্রিজের ভবিষ্যৎ নির্ধারণ করেই এই বৈঠক হবে। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মাঝেরহাট ব্রিজ চালুরও পরিকল্পনা রয়েছে।সোমবার নবান্নে একটি জরুরি বৈঠকের আয়োজন করা হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল পুজোর ভিড় সামলাতে ১১ অক্টোবর পর্যন্ত টালা ব্রিজের ওপর যাতে কয়েকটি রুটের বাস চালানো যায়। কিন্তু তাতে ঘোর আপত্তি জানায় রাইটস।সোমবার নবান্নের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাইটসের জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এবং ডিজাইনিং হেড। ছিলেন পিডব্লিউডি-র চিফ ব্রিজ ইঞ্জিনিয়াররাও। পাশাপাশি মুখ্য সচিবের নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন সচিব সহ অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম।বর্তমানে টালা ব্রিজের যা অবস্থা তার পরিপ্রেক্ষিতে রাইটস আগেই জানিয়েছিল ৩ টনের বেশি ওজনের কোনও গাড়ি চালানো যাবে না ওই ব্রিজের ওপর। যে কোন মুহূর্তে বড় ধরনের বিপদ ঘটতে পারে। ফলে টালা ব্রিজের ওপর বাস চালানো যাবে কি না তা নিয়ে সোমবারও জটিলতা কাটেনি।মঙ্গলবার রাজ্য সরকারের তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্তে জানিয়ে দেওয়া হয়, পুজোয় টালা ব্রিজের উপর বাস বা ভারী গাড়ি চালানো সম্ভব নয়।