কলকাতা

পুজো কমিটিকে আয়কর নোটিশের প্রতিবাদে ধরনায় তৃণমূলের ‘বঙ্গজননী’

 

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ পুজো কমিটিকে আয়কর দফতরের নোটিশের প্রতিবাদে আজ সুবোধ মল্লিক স্কোয়ারে ধরনায় বসলো তৃণমূলের শাখা সংগঠন বঙ্গজননী। সকাল ১০টা থেকে অবস্থানে বসেছে তারা। গত রবিবারই এই কর্মসূচীর কথা ফেসবুকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আয়কর দফতরের তরফে পুজো কমিটিগুলিকে নোটিশ ধরানোর ঘটনার

প্রথম দিন থেকেই গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, দুর্গাপুজো জাতীয় উত্‍সব। তার জন্য তিনি গর্বিত। অথচ পুজো কমিটির উপর আয়করের নামে আর্থিক বোঝা চাপানো হচ্ছে। ক্ষমতায় বসেই তাঁর সরকার গঙ্গাসাগর মেলার তীর্থযাত্রীদের উপর বসানো কর তুলে দিয়েছে। ক্ষুব্ধ মমতা সোশ্যাল মিডিয়ায় সাফ জানিয়ে দিয়েছেন, দুর্গাপুজোয় কোনও কর নেওয়া যাবে না। দেখুন ভিডিও –