দেশ

প্যান-আধার সংযুক্তিকরণের সময়সীমা বাড়ল

প্যান কার্ড ও আধার কার্ড সংযুক্তিকরণের সময়সীমা বাড়ান হল। এর আগে ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত ছিল এর সময়সীমা। সেটি বাড়িয়ে ৩১ মার্চ ২০২০ অবধি করা হল। এই ডেডলাইনের মধ্যে লিংক করাতে না পারলে, গ্রাহকদের প্যান কার্ড অকেজো হয়ে যাবে। সেক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে প্যান কার্ড আবশ্যক, সেই সব ক্ষেত্রগুলিতে সমস্যায় পড়তে হতে পারে। তাই আগামী সাতদিনের মধ্যে প্যান-আধার সংযোগ করে নেওয়ায় ভাল। অনলাইনে সংযুক্তিকরণের প্রক্রিয়াও খুব একটা কঠিন নয়। অনলাইনে আয়কর দপ্তরের সরকারি পোর্টালে গিয়ে লগ ইন করে। বা শুধুমাত্র আয়কর দপ্তরের হোম পেজে গিয়ে ‘লিংক আধার’  অপশনটি ক্লিক করে।
অনলাইনে আধার ও প্যান সংযোগ করাতে ক্লিক করুন এই লিংকে: https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html এছাড়া, অফলাইনেও দু-ভাবে আধার ও প্যান লিংক করা যায়। প্রথমত, কোনও তথ্য মিত্র কেন্দ্রে গিয়ে অ্যানেক্সচার-১ ফর্ম ভরতি করে। দ্বিতীয়ত এসএমএসের মাধ্যমে। আপনার মোবাইল থেকে লিখুন, ইউআইডিপ্যান (স্পেস) আপনার আধার নম্বর (স্পেস) প্যান নম্বর। তারপর এসএমএসটি ৫৬৭৬৭৮ বা ৫৬১৬১ নম্বরে পাঠিয়ে দিন।