কলকাতা

প্রকাশিত হল ‘বিশ্ববাংলা শারদ সম্মান’-এর চূড়ান্ত তালিকা

কলকাতাঃ শারদো‍ৎসব বাঙালির শ্রেষ্ঠ উ‍ৎসব। তবে পুজো এখন আর শুধুই পুজোতে সীমাবদ্ধ নেই। শিল্পীদের নিত্যনতুন সৃজনশীলতা ও আপামর জনসাধারণের অংশগ্রহণে বিশ্বজনীন হয়ে উঠেছে। ২০১৩ সাল থেকে রাজ্য সরকার এই শিল্প এবং শিল্পীদের মর্যাদা দিতে বিশ্ববাংলা শারদ সম্মান প্রদান করে।এবারে এই প্রতিযোগিতায় সেরার সেরা পুরস্কার পেয়েছে ২৭টি পুজো, সেরা মণ্ডপের পুরস্কার পেল চারটি পুজো, সেরা প্রতিমা তিনটি এবং সেরা আলোকসজ্জার পুরস্কার পেল ৮টি পুজো কমিটি। সাবেকি পুজো সেরার সেরা তুলে দেওয়া হবে ছ’টি, সেরা ভাবনা সাতটি এবং বিশ্ববাংলা বিশেষ পুরস্কার তুলে দেওয়া হবে ২২টি পুজো কমিটির হাতে। এছাড়াও বেশ কয়েকটি পুজোকে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। কলকাতা ছাড়াও ২২টি জেলার পুজো কমিটিকে সেরার সেরা, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ বিভাগে পুরস্কৃত করা হবে। এবারে বিশ্ববাংলা শারদ সম্মানে ‘সেরার সেরা’ পুজো- বড়িশা ক্লাব, চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, কালীঘাট মিলন সংঘ, নাকতলা উদয়ন সংঘ, একডালিয়া এভারগ্রিন, শ্রীভূমি, চক্রবেড়িয়া, ত্রিধারা, বেহালা নতুন দল, হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গো‍ৎসব, টালা পার্ক প্রত্যয়, আহিরীটোলা সর্বজনীন, কাশী বোস লেন, দমদম তরুণদল, ৯৫ পল্লি, খিদিরপুর ২৫ পল্লি, ঠাকুরপুকুর এসবি পার্ক, অবসর, সমাজসেবী, মুদিয়ালি, শিবমন্দির, হাতিবাগান সর্বজনীন, বকুলবাগান, বালিগঞ্জ কালচারাল, বাঘাযতীন তরুণ সংঘ, হরিদেবপুর ৪১ পল্লি।বিশ্ববাংলা শারদ সম্মানে ‘সেরা মণ্ডপ’ বাবুবাগান, রাজডাঙা নবউদয়, তেলেঙ্গাবাগান, বেহালা নতুন দল। ‘সেরা প্রতিমা’- সেলিমপুর পল্লি, কালীঘাট মিলন সংঘ, যোধপুরপার্ক শারদীয়া উ‍ৎসব কমিটি। ‘সেরা আলোকসজ্জা’- হিন্দুস্থান ক্লাব, কলেজ স্কোয়ার, সিংহিপার্ক, সিমলা ব্যায়াম সমিতি।বিশ্ববাংলা শারদ সম্মানে ‘সাবেকি পুজো সেরার সেরা’ কুমোরটুলি সর্বজনীন, বাগবাজার সর্বজনীন, সংঘশ্রী, বডিগার্ডলাইন আলিপুর, মানিকতলা চালতাবাগান, আদি বালিগঞ্জ। ‘সেরা ভাবনা’র পুরস্কার তুলে দেওয়া হবে বাদামতলা আষাঢ় সংঘ, কসবা বোসপুকুর শীতলামন্দির, অজেয় সংহতি, বোসপুকুর তালবাগান, দমদমপার্ক ভারতচক্র, ভবানীপুর ৭৫ পল্লি, নলিন সরকার স্ট্রিটের হাতে।বিশ্ববাংলা শারদ সম্মান ‘বিশেষ পুরস্কার’ পাচ্ছে দক্ষিণ কলকাতা সর্বজনীন, শিবপুর মন্দিরতলা সাধারণ দুর্গো‍ৎসব, ৭৮ পল্লি চেতলা দুর্গো‍ৎসব, ৮৪ পল্লি, গোলমঠ ভবানীপুর, কোলাহল গোষ্ঠী, যুবমৈত্রী, বাটাম ক্লাব, ২২ পল্লি ভবানীপুর, ফরোয়ার্ড ক্লাব, চোরবাগান, স্বাধীন সংঘ, ৬৬পল্লি, বরানগর নেতাজি লো-ল্যান্ড, হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব, টালা বারোয়ারি, গলফগ্রিন শারদো‍ৎসব, ৬৪ পল্লি, সন্তোষপুর এভিনিউ সাউথ পল্লীমঙ্গল, ফতেপুর দুর্গো‍ৎসব কমিটি, নিউ পাড়া দাদাভাই সংঘ, ২১ পল্লি।’সেরা পরিবেশবান্ধব পুজো’ বাঘাযতীন বি অ্যান্ড সি ব্লক, পূর্বাচল শক্তিসংঘ, সন্তোষপুর লেকপল্লি। ‘ঢাকেশ্রী’ পাচ্ছে বাগবাজার সর্বজনীন। ‘সেরা ব্র্যান্ডিং’ আলিপুর সর্বজনীন এবং ‘সেরা থিম সং’ সুরুচি সংঘের পুজো।