বিনোদন

প্রকাশ্যে কার্তিক-সারার অনস্ক্রিন রসায়ন

২০০৯ সালে সইফ আলি খান ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে ‘লাভ আজ কাল’ বানিয়েছিলেন ইমতিয়াজ আলি খান। এক দশক পর হাজির করলেন তারই সিক্যুয়াল। প্রথমদিন থেকেই এই ছবি নিয়ে দর্শকমহলের কৌতুহল ছিল তুঙ্গে। সারা আল খান যখন সেই ছবিরই সিক্যুয়েলে সই করেন, খুশি হয়েছিলে সইফ। ছবিতে সারার বিপরীতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। এই প্রথমবার ইমতিয়াজদের সঙ্গে কাজ করছেন কার্তিক। গতবছর জুলাই মাস থেকে শুরু হয়েছিল এই সিনেমার শ্যুটিং।  অবশেষে প্রকাশ্যে এল ইমতিয়াজ আলির পরবর্তী সিনেমার পোস্টার। প্রথমে সবাই ভেবেছিল সিক্যুয়েলের নাম পরিচালক রাখবেন ‘লাভ আজ কাল ২’। তবে শেষমেশ এই ছবির নামও ইমতিয়াজ রেখেছেন ‘লাভ আজ কাল’। ২০০৯ সালের ছবির নামের সঙ্গে ২০২০ সালের ছবির নামের কোনও পার্থক্য নেই। পরিচালক ইমতিয়াজ আলি এই সিনেমার পোস্টারে কিছুটা রহস্য ফাঁস করেছেন। মূলত সইফ-দীপিকার ‘লাভ আজ কাল’-এর সিক্যুয়াল হলেও এবারের সিনেমাতে অনেক ট্যুইস্ট রেখেছেন ইমতিয়াজ। পোস্টারেই দেখা গিয়েছে ‘আজ’ ও ‘কাল’ দুটি বিষয়কেই আলাদা আলাদা সালে বিভক্ত করেছেন পরিচালক। মূলত ১৯৯০ ও ২০২০ এই দুটি সালকেই মাথায় রেখে পোস্টার সাজিয়েছেন ইমতিয়াজ। তবে ছবির কেন্দ্রীয় চরিত্রগুলির নাম বদল হয়েছে। জয় ও মীরার বদলে এখানে নায়ক ও নায়িকার নাম বীর ও জো।  ‘লাভ আজ কাল’-এর সিক্যুয়ালের পোস্টারের পাশাপাশি পরিচালক শেয়ার করেছেন এই সিনেমার ট্যাগলাইন। সেখানে লেখা রয়েছে, ‘দেখা করুন বীর এবং জোয়ের সঙ্গে। আবারও এক নতুন প্রেমকাহিনীর শুরু।’ পরিচালক এদিন এই সিনেমা সম্পর্কে জানিয়েছেন, ‘আজ থেকে দশ বছর আগে লাভ আজ কাল বানিয়েছিলাম। তখন প্রেমের সংজ্ঞা ছিল অন্য। এখন প্রেমের ভাষা বদলেছে, সম্পর্কের মানে পাল্টে গিয়েছে অনেক। এখনকার জেনারেশনের ছেলে-মেয়েরা যেভাবে প্রেম করে আগে সেভাবে করত না বা ভাবত না। তাই বর্তমান প্রজন্মের প্রেমের ছায়া থাকবে আমার সিনেমাতে।’ এই ছবির পোস্টার শেয়ার করেছেন কার্তিক ও সারা দু’জনেই। পোস্টারে দেখা যাচ্ছে বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছেন কার্তিক। তাঁর উপরেই গা এলিয়ে রয়েছেন সারা। তাঁর চোখে দেখা যাচ্ছে কোনও এক উদ্বেগ। অন্যদিকে কার্তিকের চোখে মুখে স্বস্তির-ছাপ। ছবির পোস্টার শেয়ার করে সারা ক্যাপশনে লিখেছেন, “বীর আর জোয়ের সঙ্গে দেখা করে নিন । আমাদের এই ওয়ান্ডারল্যান্ডের ঘূর্ণী ঝড়ে হারিয়ে যান । #LoveAajKal, ট্রেলার মুক্তি পাবে আগামীকাল ।” আর কার্তিক আরিয়ান লিখেছেন, “যেখানে শুয়ে আছে, সেখানে নেই বীর আর জো। তারা অন্য কোথাও উড়ছে।” পোস্টারে ছবির পাশাপাশি রয়েছে দু’টি সাল। ১৯৯০-২০২০। বোঝাই যাচ্ছে এতে একটি সময়সীমাকে বোঝানো হয়েছে। কিন্তু গল্পের সঙ্গে এর যোগ কোথায়, তা আগামিকাল ট্রেলার মুক্তি পেলেই বোঝা যাবে। কার্তিক ও সারা ছাড়াও এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণদীপ হুডা ও আরুষি শর্মাকে। চলতি বছরের ভালোবাসার দিবসে অর্থাৎ ২০২০, ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘লাভ আজ কাল’-এর সিক্যুয়াল।

https://www.instagram.com/p/B7XnO_2p7KL/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/B7XnBYSpjHs/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/B7XnEK-pkVz/?utm_source=ig_web_copy_link