দেশ

প্রজাতন্ত্র দিবসে সিএএ-র বিরোধিতায় কেরলের সব মসজিদে উড়ল জাতীয় পতাকা

সিএএ বিরোধিতায় উত্তাল দেশে কেরলের ছবি বিজেপির পক্ষে বেশ অস্বস্তিকর। রবিবার দেশের ৭১তম প্রজাতন্ত্র দিবসে কেরলের প্রায় ১০হাজার মসজিদে উত্তোলন করা হল জাতীয় পতাকার। জাতীয় পতাকা তোলা হয় রাজ্যের বিভিন ধর্মীয় স্থানেও। ওয়াকফ্‌ বোর্ডের নির্দেশেই এই পদক্ষেপ বলে জানালেন কুট্টিয়ারি জামা মসজিদ কমিটির সচিব কে বশির। তিনি আরও বললেন, ‘‌নাগরিক আইনের কারণে সংবিধানই তো এখন ভয়ঙ্কর জায়গায় রয়েছে।’‌ শুধু জাতীয় পতাকা উত্তোলনই নয়, সংবিধানের প্রথম পংক্তিও পতাকা উত্তোলনের পর পাঠ করেন মুসলিম নেতা, এবং সাধারণ মানুষ। এভাবেই সিএএ বিরোধী আন্দোলনে একজোট হচ্ছেন দেশবাসী বলে জানালেন তাঁরা।