কলকাতা

প্রতিশ্রুতি পালনের আবেদন জানিয়ে রাজ্যের মুখ্যসচিবকে ই-মেল জুনিয়র ডাক্তারদের

রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকে একাধিক প্রতিশ্রুতি পেয়ে আংশিক কর্মবিরতি তুলে নিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তবে, মুখ্যসচিব বৈঠকে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন, সেগুলি পালন করা হচ্ছে না বলে দাবি করলেন জুনিয়র ডাক্তাররা। মোট সাত দফা দাবি জানিয়ে বৃহস্পতিবার ফের মুখ্যসচিবকে ই-মেল করলেন জুনিয়র ডাক্তাররা। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসকদের নিরাপত্তা ও সুষ্ঠু কাজের পরিবেশ সম্পর্কিত বিষয়ে একগুচ্ছ দাবি রাখা হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে। বুধবারই বিষয়টি নিয়ে জিবি বৈঠক করেন তাঁরা। এরপরেই জুনিয়র ডাক্তাররা ই-মেল করে যে বিষয়গুলি জানিয়েছেন, সেগুলি হল – সরকারি হাসপাতালে ‘থ্রেট কালচার’ -এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় স্তরে অনুসন্ধান কমিটি গঠন করা হয়নি। প্রতিটি মেডিক্যাল কলেজে ডাক্তারির স্নাতক পড়ুয়া এবং আবাসিক ডাক্তারদের নিয়ে অভ্যন্তরীণ অনুসন্ধান কমিটি গঠনের পদক্ষেপ করা হয়নি। মেডিক্যাল কলেজগুলিতে ছাত্র প্রতিনিধি বেছে নেওয়ার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের আয়োজন করার কথা জানানো হয়েছিল। সেই বিষয়ে এখনও কোনও সদর্থক বার্তা মেলেনি। নির্বাচনের জন্য কলেজ কাউন্সিলের বৈঠক ডাকার জন্য মেডিক্যাল কলেজগুলিকে নির্দেশ দিতে হবে বলে জানান তাঁরা।