‘টুকলেই যখন, একটু ভালো ভাবে টুকতে’! সাহো-কে কটাক্ষ ফরাসি পরিচালক জেরম সালের
৩৫০ কোটি টাকা বাজেটের এই ফিল্ম দেশে রেকর্ড সাফল্য পাবে বলে আশা ছিল অনেকের। তবে প্রথম দিনেই ‘সাহো’ ধাক্কা খেয়েছে ছবির রিভিউতে। তবে প্রভাস ম্যাজিকে ভর দিয়ে বক্স অফিসে এখনও শক্তপোক্ত জায়গায় রয়েছে ‘সাহো’। তখনই ফ্রেঞ্চ পরিচালক জেরম সালে দাবি করেন ‘সাহো’ তাঁর পরিচালিত ফিল্ম ‘ লার্গো উইঞ্চ’ ছবির হুবহু নকল। তবে পরিচালক কটাক্ষের সুরে টুইট বার্তায় লেখেন , ‘ টুকলি করতে হলে ভালোভাবে কর অন্তত’! গোটা ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ফিল্ম অনুরাগীদের মধ্যে। এমন গুরুতর অভিযোগ নিয়ে ‘সাহো’ টিমের তরফে কোনও জবাব যদিও এখনও এসে পৌঁছয়নি।
It seems this second "freemake" of Largo Winch is as bad as the first one. So please Telugu directors, if you steal my work, at least do it properly?
And as my "Indian career" tweet was of course ironic, I'm sorry but I'm not gonna be able to help. https://t.co/DWpQJ8Vyi0
— Jérôme Salle (@Jerome_Salle) September 1, 2019