হক জাফর ইমাম, মালদাঃ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের মান্যতা না দেওয়া সমস্যায় পড়েছেন মালদায় শিক্ষকেরা। সোমবার তাঁদের সমস্যার কথা তুলে ধরেন জেলা অবর বিদ্যালয় পরিদর্শক(প্রাথমিক) সুনিতি সাঁপুইয়ের কাছে। জানা গেছে, ২০১৭ সালে তাঁরা প্রশিক্ষণহীন অবস্থায় চাকুরিতে যোগদান করেন। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মতো নন ট্রেন্ডদের ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে প্রশিক্ষণ নেওয়ার কথা জানানো হয়। সেই হিসেবে ভুক্তভোগীরা এনআইওএস-র অধীনে ডিএলএড সম্পূরণ করেন। তার ফলাফল চলতি বছরের ২২মে প্রকাশিত হয়। ফলাফল প্রকাশিক হওয়ার পরও এখনও ওই প্রশিক্ষণের মান্যতা দেওয়া হয় নি জেলায়। এ ব্যপারে ভুক্তভোগী শিক্ষকদের বক্তব্য, অন্যান্য জেলায় মান্যতা দেওয়া হলেও শুধুমাত্র শংসাপত্র তারিখ উল্লেখ নেই বলে তার মান্যতা দেওয়া হচ্ছে না। আর এই মান্যতা দেওয়া না হলে তাঁরা ‘এ’ ক্যাটাগরির শিক্ষকের আওতায় আসতে পারবেন না। বঞ্চিত হবেন প্রাপ্য প্রশিক্ষণদের জন্য নির্ধারিত গ্রেড ৩৬০০ থেকে।