বিনোদন

প্রয়াত আশা অডিও-র কর্ণধার মহুয়া লাহিড়ি

মাঝ বয়সেই জীবনে ইতি টানলেন আশা অডিওর সম্রাজ্ঞী মহুয়া লাহিড়ি। ফুসফুসের সমস্যায় বেশ কয়েকদিন ধরে ভুগছিলেন তিনি। নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছিলেন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সংক্রমণে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস। সেই সংক্রমণ ছড়িয়ে পড়ে শরীরের অন্যান্য যন্ত্রেও। ওষুধ কাজ করা বন্ধ করে দেয়। ভেন্টিলেশনে রাখতে হয় তাঁকে। বেশ কয়েকদিন ধরে তাঁর জন্য রক্ত জোগার করার চেষ্টা করেন সকলে। যমে মানুষে টানাটানি হতে শুরু করে। কিন্তু শেষমেশ যমরাজের সঙ্গে পেরে ওঠেননি মহুয়া। । ডিরেক্টর থাকাকালীন তাঁর তত্ত্বাবধানে আশা অডিয়ো থেকে বেরিয়েছে মহীনের ঘোড়াগুলি, চন্দ্রবিন্দুর মতো ব্যান্ডের গানের অ্যালবাম। অনেক নতুন সঙ্গীত শিল্পীকে সুযোগ করে দিয়েছে আশা অডিয়ো মহুয়া। তাঁর যবনিকা পতনে শোকস্তব্ধ আশা অডিয়ো এবং সংগীত জগতের সকলেই।