ফের নরেন্দ্র মোদি সরকারকে টুইট করে ঠুকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৭৫ সালে ২৫ জুন দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। মঙ্গলবার সেকথা উল্লেখ করে মমতা টুইট করেছেন, ‘১৯৭৫ সালে দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল। গত পাঁচ বছরে দেশ সুপার ইমার্জেন্সির মধ্যে দিয়ে গিয়েছে। আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এবং দেশের গণতান্ত্রিক সংগঠনকে রক্ষা করতে লড়াই করতে হবে’। এদিনই বিশ্ব ভিটিলিগো দিবস। বর্ণবৈষম্য সম্পর্কে মমতা ব্যানার্জি টুইটার পোস্টে লিখেছেন, ‘আজ বিশ্ব ভিটিলিগো দিবস। আসুন আমরা শপথ নিই কারও গায়ের রঙের তাদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ যেন না করি’।
১৯৭৫ সালে আজকের দিনেই জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছিল। গত ৫ বছর দেশে 'সুপার এমার্জেন্সি' চলেছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য লড়াই করা
— Mamata Banerjee (@MamataOfficial) June 25, 2019
Today is the anniversary of the #Emergency declared in 1975. For the last five years, the country went through a ‘Super Emergency’. We must learn our lessons from history and fight to safeguard the democratic institutions in the country
— Mamata Banerjee (@MamataOfficial) June 25, 2019
ফাইল চিত্র।