কলকাতা

ফেল করার ভয়ে ভোট পিছিয়ে দিতে চাইছে বিজেপি: ফিরহাদ হাকিম

দিনক্ষণ চূড়ান্ত না হলেও সামনেই পৌরভোট । আর তার আগেই পৌরভোট নিয়ে সরগরম রাজ্য রাজনীতি ৷ বিরোধীদের আক্রমণ করে ফিরহাদ হাকিম বলেন, ” আমরা তো ফার্স্ট বয় । অশোকবাবুরা সারা বছর ঘুমিয়ে থাকেন । নির্বাচনে যাওয়াটাই বড় ব্যাপার । আর বিজেপি ফেল করার ভয়ে ভোট পিছিয়ে দিতে চাইছে । তবে আমরা প্রস্তুত । যখনই ভোট হোক না কেন মানুষ আমাদের আশীর্বাদ করবেন।” এদিকে রাজ্য নির্বাচন কমিশনের কাছে গিয়ে পৌর নির্বাচন পিছিয়ে দিতে আবেদন করেছে বিজেপি। তাদের বক্তব্য, এখন নির্বাচন হলে প্রচারের জন্য সময় পাওয়া যাবে না । এই প্রসঙ্গে বিরোধীদের কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন, “আমি পৌরমন্ত্রী । আমিই জানলাম না নির্বাচন কবে হবে ৷ তাহলে প্রচারের সময় তারা জানল কী করে ? আসলে ফেল করার ভয়েই এই সব আবেদন করছে ওরা ।”