পশ্চিম মেদিনীপুর: বাঁধে জলপান করতে নেমে ডুবে গেল তিন দিনের এক সদ্যোজাত হস্তিশাবক। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে গোয়ালতোড়ের পাথরমারি মৌজার কদমডাঙা খয়েরবাঁধে। সন্ধ্যায় শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনার পর থেকেই ওই জঙ্গলে হাতির পালদের কাছাকাছি ভিড়তে পারেননি বনদপ্তরের কর্মীরা। ফলে তারা হস্তিশাবককেও উদ্ধার করতে পারেনি। তবে হাতির দলটিই মৃত হস্তিশাবককে জল থেকে তুলে জঙ্গলের ভেতরেই কয়েকশো মিটার দূরে নিয়ে গিয়ে ঘিরে রেখেছে। রূপনারায়ণ বিভাগের ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায় বলেছেন, “পুরো পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। হাতির দলটি না সরলে মৃত হস্তিশাবকটিকে উদ্ধার করা সম্ভব নয়। বনদপ্তরের পক্ষ থেকে এলাকার মানুষের প্রতি সতর্কতাও জারি করা হয়েছে। যাতে এই সময়কালে হাতির দলকে কেউ উত্যক্ত না করতে পারে।”হুমগড় রেঞ্জের রেঞ্জার বাবলু মাণ্ডি বলেছেন, “পাথরমারিতে কদমডাঙা খয়েরবাঁধে জল খেতে নামে হাতির দলটি। নেমেছিল সদ্যোজাত হস্তিশাবকটিও। সেখানেই পা হড়কে ডুবে যায় সে।”সতর্ক থাকতে বলা হয়েছে বনরক্ষা কমিটিকেও। হাতির দল এলাকা ছাড়লে তারপরই মৃত হস্তিশাবকের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন ডিএফও।