খেলা

বাকিংহাম প্যালেসে রানির সঙ্গে দেখা করেন সব দলের অধিনায়করা

শুরু হয়ে গেল ক্রিকেট বিশ্বকাপ। আজ প্রথম খেলা ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার। বুধবার বাকিংহাম প্যালেসের মলে হয় ওপেনিং পার্টি। সেখানে ছিলেন প্রাক্তন ও বর্তমান কিংবদন্তিরা। শুধু বিশ্বকাপে অংশ নেওয়া দশটি দলের প্রতিনিধিরাই নন, ছিলেন বিনোদন জগতের তারকারাও। ভারতের হয়ে প্রাক্তন অধিনায়ক তথা কোচ অনিল কুম্বলে এবং বলিউড সুপারস্টার ফারহান আখতারের। ছিলেন পাকিস্তানের নোবেল জয়ী মালালা ইউসুফজাই আর বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। জড়ো হয়েছিলেন হাজার চারেক ক্রিকেটপ্রেমী। এখানে একটি মজার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিটি দলের দুই প্রতিনিধি মিলে ৬০ সেকেন্ডে কত রান করতে পারেন। সবাইকে পিছনে ফেলে বাজিমাত করল আয়োজক ইংল্যান্ডই। বিশ্বকাপের থিম সং ‘স্ট্যান্ড বাই’ দিয়ে শেষ হয় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠান সেরে বাকিংহাম প্যালেসে রানির সঙ্গে সাক্ষাৎ করেন সব দলের অধিনায়করা।