মালদা

বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির

হক জাফর ইমাম, মালদাঃ গোটা রাজ্যের সাথে মালদাতে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটি। বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের টাউন হল ময়দান সংলগ্ন এলাকায় সরকারি কর্মচারীদের ওই সংগঠনের সদস্যরা বিক্ষোভ সমাবেশ করেন। এরপর সংগঠনের পক্ষ থেকে তাদের বিভিন্ন দাবি-দাওয়া স্মারকপত্র জেলা পঞ্চায়েত দপ্তরের আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়। সংগঠনের মালদা জেলা কমিটির সম্পাদক মৃন্ময় দাস সংবাদমাধ্যমকে বলেন, পঞ্চায়েত স্তরে টেকনিক্যাল কর্মীর এবং নির্মাণ সহায়ক বন্ধুরা অসহায় অবস্থায় রয়েছে।  তাদের ওপর অমানবিক কাজের চাপ সৃষ্টি করা হচ্ছে।  প্রতিদিন বিভিন্ন এলাকায় ১০০ দিনের কাজ প্রকল্পে প্রায় ১২০০ শ্রমিককে কাজে লাগানোর জন্য চাপ দেওয়া হচ্ছে।  ৮ থেকে ৯ টি জায়গায় একযোগে কাজ হচ্ছে।  কিন্তু একজন টেকনিকাল স্টাফের পক্ষে সমস্ত কাজের তদারকি করা সম্ভব হচ্ছে না। এছাড়াও ১০০ দিনের কাজ নিয়ে বিভিন্ন ভাবে দুর্নীতির অভিযোগ তুলেছেন সংগঠনের সম্পাদক। মৃন্ময় দাস আরও বলেন,  জীবিকা সেবকদের ভাতা অবিলম্বে দিতে হবে। ১০০ দিনের কাজ প্রকল্পের বেনিয়ম করে কাজ করা যাবে না। কাজে কোনরকম  বেনিয়ম হলে তার দায়ভার কর্মচারীদের ঘাড়ে চাপানো যাবে না। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত কর্মীদের পঞ্চায়েতের নির্দেশ মেনে বদলির আদেশনামা জারি করতে হবে। এরকম একাধিক দাবি তুলে এদিন বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করা হয়েছে ওই সংগঠনের পক্ষ থেকে।