মালদা

বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্রের ছবি টাঙ্গানোকে কেন্দ্র করে বিতর্ক

হক জাফর ইমাম, মালদা: ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী পালনের মধ্যেই তার পাশে বিজেপি নেত্রীর ছবি টাঙানোকে কেন্দ্র করে তুমুল বিতর্ক তৈরি হয়েছে মালদা শহরে। মালদা জেলা বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরীর অবশ্য দাবি,  এদিনের ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সাহায্য কর্তা হিসাবে তার ছবি পাশের দেওয়ালে টাঙানো হয়েছিল। সেটা করা যেতেই পারে । পোস্ট অফিসের সহকারি দেওয়ালে এবং ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির পাশে এই ছবি টাঙানো নিয়ে অসন্তুষ্ট মালদা জেলা বিজেপির সভাপতি গোবিন্দ মন্ডল।  তিনি বলেন,  ভুল করে এই ছবিটা টাঙানো হয়েছে। পরে তা খুলে নেওয়া হয়েছে। এভাবে ছবি লাগাতে পারে না।গোটা দেশের পাশাপাশি মালদা জেলা জুড়ে ভারতীয় জনতা পার্টির সৃষ্টিকর্তা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১১৯ তম জন্মদিন পালন হয় সাড়ম্বরে। জেলা বিজেপির পক্ষ থেকে এদিন মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান এবং তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন বিজেপির জেলার প্রথম সারির নেতা থেকে কর্মীরা । আর সেই অনুষ্ঠানের মধ্যে জেলা বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরীর একটি বড় ছবি শ্যামাপ্রসাদ মুখার্জির পাশে টাঙানো নিয়ে বিতর্ক এবং সমালোচনার ঝড় উঠেছে।দলের একাংশের বক্তব্য, নিজের নাম প্রচার করতেই এই ভাবেই যেখানে সেখানে ব্যানার , ফেস্টুন , ফ্লেক্স নিয়ে দৌড়ে বেড়াচ্ছেন নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী। এতে মানুষের কাছে খারাপ প্রচার যাচ্ছে। দলগতভাবে বিষয়টি দেখা উচিত।যদিও জেলা বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরীর সাফ কথা, শ্যামাপ্রসাদ মুখার্জির পাশে নয় অনেকটাই দূরে তার ছবি তার টাঙানো ছিল। এতে বিতর্কে  হওয়ার কোনও কথা নেই।বিজেপির জেলা সভাপতি গোবিন্দ মন্ডল বলেন,  একাজ কেউ করতে পারে না। ভুল করে পোস্ট অফিসের সহকারি দেওয়ালে ছবি টাঙানো হয়েছিল । পরে খুলে দেওয়া হয়েছে । এদিন মালদা শহরে শ্রদ্ধার সাথে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম দিবস পালন করা হয়েছে।