দিনের বেলায় তাপমাত্রা বেড়ে চলেছে। রাতের দিকে হালকা ঠান্ডার আমেজ থাকলেও শীত এবার বিদায় নিচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী কয়েক দিনের মধ্যে পাকাপাকিভাবে শীত বিদায় নেবে রাজ্য থেকে। সকালের দিকে সামান্য কুয়াশা থাকলেও আকাশ পরিষ্কার। বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৭ থেকে ৯৬ শতাংশ। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কয়েক দিন কলকাতায় দিনের বেলা তাপমাত্রা বাড়লেও রাতে খুব একটা বেশি হেরফের হবে না। ফলে হালকা শীতের আমেজ থাকবে। সকাল ও সন্ধ্যার দিকে ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রাও বাড়বে। এবারের মতো ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত।