বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৭১ হাজার ৩৪২। আক্রান্ত হয়েছে ১২ লক্ষ ৯২ হাজার ৮৩৭। সোমবার রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত এই সংখ্যা দাঁড়ায়। জানা গেছে, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল এখনও ইউরোপ। এখন সেই কেন্দ্রস্থল হয়ে উঠছে যুক্তরাষ্ট্র। ইউরোপে সবার ওপরে আছে ইতালি। সেখানে মৃতের সংখ্যা ১৫ হাজার ৮৮৭ জন। আর আক্রান্ত হয়েছে এক লাখ ২৮ হাজার ৯৪৮ জন। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৩ লক্ষ ৩৭ হাজার ৯৩৩ জন। মারা গেছে ৯ হাজার ৬৩৩ জন।