দেশ

বিশ্বজয়ী পিভি সিন্ধুকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতেছেন পিভি সিন্ধু। সোমবার গভীর রাতে দেশে ফিরলেন তিনি। দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দরে সিন্ধুকে স্বাগত জানাতে অনুরাগীর ঢল ছিল। চোখে পড়ার মতো। পর্যাপ্ত বিশ্রামের সযোগ পাননি মঙ্গলবারও। সকাল থেকেই একাধিক হাই-প্রোফাইল মিটিংয়ে ব্যস্ত ছিলেন সিন্ধু। সকালেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুর সঙ্গে ব্রেকফাস্ট মিটিং সারেন পিভি। সিন্ধুর হাতে পুরস্কারস্বরূপ ক্রীড়ামন্ত্রী ১০ লক্ষ টাকার চেকও তুলে দেন। পরে দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন সিন্ধু। প্রধানমন্ত্রীর হাতে বিশ্বচ্যাম্পিয়নশিপের সোনার পদক তুলে দেন পুসারলা। প্রধানমন্ত্রী পরে টুইট করে সিন্ধুকে ভারতের গর্ব বলে উল্লেখ করেন। টুইটারে সিন্ধুর সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, ‘ভারতের গর্ব, একজন চ্যাম্পিয়ন যে দেশকে সোনার পদক ও একরাশ গৌরবও এনে দিয়েছেন। পিভি সিন্ধুর সঙ্গে সাক্ষাত্‍ করে ভালো লাগল। ওকে অভিনন্দন জানিয়েছি ও ভবিষ্যতের জন্য অনেক শুভকামণা জানিয়েছি।’