ঝাড়গ্রাম: শুক্রবার বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চ থেকে নাম না করে বিজেপিকে তুলোধনা করলেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শুভেন্দু অধিকারি।ঝাড়খন্ড সরকারকে কটাক্ষ করে মন্ত্রী শুভেন্দু অধিকারি বলেন,’পাশেই ঝাড়খন্ডে একটা সরকার রয়েছে। কোন দল চালাচ্ছে, তা আমি সরকারি মঞ্চে বলব না। সেখানে জমির অধিকারি কেড়ে নিয়ে জমিদার ও পুঁজিপতিদের হাতে জমির অধিকারি তুলে দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশে আদিবাসীদের উপর বর্বরোচিত ঘটনা মেনে নেওয়া যায় না। ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০১৯ সাল পর্যন্ত একটাও আত্যচার, হত্যা হয় নি এই জঙ্গলমহলে। আগে আদিবাসীদের মাওবাদীদের তকমা দিয়ে অত্যাচার করা হয়েছে।’ মন্ত্রী আরও বলেন,’এই উন্নয়নকে আপনাদের চোখের মণির মতো রক্ষা করতে হবে। ঝাড়গ্রামে ৩৭ দিন বনধ হয়েছে। সন্ধ্যার পর কোন বাস চলত না। দিনের পর দিন অচলাবস্থা ছিল। আজকে সেই জায়াগয় ঝাড়গ্রাম শান্তি ফিরেছে, ঝাড়গ্রাম জেলা হয়েছে। বিশ্ববিদ্যালয় পেয়েছে। নতুন করে সেজে উঠেছে ঝাড়গ্রাম। এই জায়গা আমার হাতের তালুর মত চেনা। আপনারা মাথা উঁচু করে লড়াই করুন। আপনাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। এই সরকার করম উৎসবে ছুটি ঘোষণা করেছেন। এই সরকার ধামসা-মাদল বিতরণ করে, যাতে আপনাদের ঐতিহ্য আমরা ধরে রাখতে পারি।’