কলকাতা

বিষ্ণুপুরের রিসর্ট থেকে কলকাতার বাসভবন, রাজীবের খোঁজে হানা সিবিআইয়ের

কলকাতা: রাজীব কুমারের খোঁজে কলকাতার পাশাপাশি এবার জেলাতেও হানা দিল সিবিআইয়ের টিম৷ সূত্রের খবর, শুক্রবার সকালে থেকে একইসঙ্গে ৬ জায়গায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের খোঁজে তল্লাশি চালালেন তদন্তকারীরা৷ এদিন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের ইবিজা রিসর্টে হানা দেন তাঁরা৷ রিসর্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন৷ একই সঙ্গে ৩৪ নম্বর পার্কস্ট্রিটে রাজীব কুমারের যে বাসভবন রয়েছে সেখানেও যান চার সদস্যের একটি সিবিআই টিম৷ এছাড়া রায়চকের একটি রিসর্টেও তল্লাশি করেন তাঁরা৷জানা গিয়েছে, বিষ্ণুপুরের রিসর্টে গিয়ে প্রথমেই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন সিবিআই অফিসাররা৷ গত কয়েকদিনের মধ্যে রাজীব কুমার নামের কোনও ব্যক্তি ওই রিসর্টে এসেছিলেন কিনা, সেই খোঁজ নেন তাঁরা৷ এরপর রিসর্টের রেজিস্টার দেখেন তদন্তকারীরা৷ এবং যেখানেই তাঁদের সন্দেহ হয়েছে, সেখানেই ঢুকে দেখেন তাঁরা৷ রিসর্টের প্রতিটি অংশে ছানবিন করেন৷ শুক্রবার দুপুরে ৩৪ নম্বর পার্কস্ট্রিটে রাজীবের বাড়িতেও যান সিবিআইয়ের চারজন সদস্য৷ ৮ নম্বর ফ্ল্যাট অর্থাৎ রাজীব কুমার যেখানে থাকেন, সেখানে প্রায় দেড় ঘণ্টা তল্লাশি চালান তাঁরা৷ সূত্রের খবর, রাজীবের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করেন তাঁরা৷ এরপর সেখান থেকে বেরিয়ে যান৷ এছাড়া একই ভাবে, রায়চকের একটি রিসর্টেও তল্লাশি চালাতে যান সিবিআইয়ের তদন্তকারীরা৷ সিবিআই সূত্রে খবর, রাজীবের ফোন বন্ধ থাকলেও, তার ঘনিষ্ট লোকজনের ফোনের টাওয়ার লোকেশন ধরেই, বর্তমানে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরা৷ এছাড়া বিভিন্ন গোপন সূত্রে যে তথ্য তাঁদের কাছে আসছে, তার ভিত্তিতেও রাজীবের খোঁজ শুরু করেছেন সিবিআইয়ের গোয়েন্দারা৷