জেলা

বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রীদের প্যান্ট খুলে নেওয়ার ঘটনায় প্রতিনিধি দল পাঠালেন জেলাশাসক

বোলপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ২৫ ছাত্রীর লেগিংস খুলে নেওয়ার অভিযোগ ওঠে কর্তৃপক্ষের বিরুদ্ধে। সেই ঘটনায় বীরভূমের জেলাশাসকের নির্দেশে তিন সদস্যের প্রতিনিধি দল স্কুল পরিদর্শন করলেন। তাঁরা স্কুলের শিক্ষিকা ও প্রিন্সিপালের সঙ্গে দেখা করেন। সেইসঙ্গে বিক্ষুব্ধ অভিভাবকদের কথাও শোনেন তাঁরা। সব শুনে জেলাশাসককে রিপোর্ট জমা দেবে এই প্রতিনিধি দল। অন্যদিকে বুধবার সকালে এক অভিভাবক অভিযোগ করেছেন এই ঘটনার ফলে অসুস্থ হয়ে পড়েছে তাঁর মেয়ে। ফলে আজ ইংরেজি পরীক্ষা দিতে আসতে পারেনি সে। অন্যদিন তাকে পরীক্ষায় বসার আবেদন জানিয়েছেন তিনি। জমা দিয়েছেন ডাক্তারের রিপোর্টও। এদিকে আজও বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকরা। তাঁদের দাবি প্রিন্সিপালকে অবিলম্বে বদলি করতে হবে। রাজ্যের শিক্ষামন্ত্রীর দফতরেও এই বিষয়ে আবেদন করবেন বলে জানিয়েছেন অভিভাবকরা।