জেলা

ব্যান্ডেল স্টেশনে আততায়ীর গুলিতে খুন হলেন তৃণমূল নেতা

প্রকাশ্য দিবালোকে স্টেশনেই তিন আততায়ীর গুলিতে খুন হলেন তৃণমূল নেতা। অভিযোগের তির উঠল বিজেপিআশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযুক্তকে দলীয় নেতা হিসেবে অস্বীকার করলেও কর্মী হতে পারে বলে প্রকারান্তরে মেনে নিলেন স্থানীয় জেলা সভাপতি। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল পৌনে ১০টা নাগাদ হুগলির ব্যান্ডেল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে। দিলীপ রাম নামে ৩৯ বছরের ওই তৃণমূল নেতা ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতপ্রধান ঋতু সিং-এর স্বামী। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, পেশায় কাঁচরাপাড়া ওয়র্কশপের কর্মচারী দিলীপ রাম প্রতিদিনের মতো এদিনও সকালে নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে শিয়ালদা-ইন্টারসিটি ট্রেন ধরার জন্য ব্যান্ডেল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলেন। দেরি হয়ে যাওয়ায় তিনি এদিন রেললাইন টপকেই প্ল্যাটফর্মে যখন উঠতে যাচ্ছিলেন তখনই তিন আততায়ী এসে দিলীপের মাথা লক্ষ্য করে গুলি চালায়। রেললাইনের উপরই লুটিয়ে পড়েন তিনি।