বিদেশ

ব্ল্যাকলিস্ট হওয়ার ভয়ে চার শীর্ষ জঙ্গিনেতাকে গ্রেফতার করল ইমরান সরকার

ইসলামাবাদ: প্যারিসে অনুষ্ঠিত হত চলেছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) বৈঠক৷ ঠিক তার আগে পাকিস্তান বিশ্বকে দেখানোর জন্য সন্ত্রাসীবাদী গ্রেফতার অভিযান শুরু করল৷ বৃহস্পতিবার পাকিস্তানের প্রয়োগকারী সংস্থাগুলি টেরর ফান্ডিংয়ের অভিযোগে লস্কর-ই-তৈইবা এবং জামায়াত-উদ-দাওয়ার শীর্ষ চার জঙ্গিকে গ্রেপ্তার করল৷ একই সঙ্গে পাকিস্তান বলেছে, লস্কর-ই-তৈয়বা ও জামায়াত-উদ-দাওয়া জঙ্গিদের বিরুদ্ধে মামলা করবে।পাকিস্তানে গ্রেপ্তার হওয়া লস্কর-ই-তৈয়বা ও জামায়াত-উদ-দাওয়ার জঙ্গিদের নাম অধ্যাপক জাফর ইকবাল, ইয়াহিয়া আজিজ, মমম্মদ আশরাফ এবং আবদুল সালাম। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানে এই পদক্ষেপ এফএটিএফের বৈঠকের আগেই শুরু হল৷১২ থেকে ১৫ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হচ্ছে৷ এফএটিএফ টেরর ফান্ডিং এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য পাকিস্তানকে ‘গ্রে’ তালিকাভুক্ত করেছে৷ মনে করা হচ্ছে, প্যারিসের বৈঠকেই এফএটিএফ পাকিস্তানকে ব্ল্যাক লিস্টেট করতে পারে৷ সম্প্রতি এফএটিএফের একটি রিপোর্টে তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল৷ ওয়াকিবহাল মহল মনে করেছে, তারপর থেকে পাকিস্তান সরকারের অস্থিরতা বেড়েছে৷ তাই কালোতালিকাভুক্ত হওয়ার ভয়েই সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই অভিযান শুরু করল ইমরান সরকার৷ মনে করা হচ্ছে, সবটাই পাকিস্তান সরকারে আইওয়াশ ছাড়া আর কিছুই নয়৷পাকিস্তানের কাউন্টার টেররিজম বিভাগের (সিটিডি) মুখপাত্র বলেছে, নিষিদ্ধ সংগঠন জামায়াত-উদ-দাওয়া এবং লস্কর-ই-তৈইবার শীর্ষ জঙ্গিদের গ্রেপ্তার করা হয়েছে। এই জঙ্গিদের জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাপ) এর আওতায় সন্ত্রাস তহবিলের অভিযোগে সিটিডি পাঞ্জাব গ্রেপ্তার করেছে। সিটিডি জানিয়েছে, যে লস্কর-ই-তৈইবা এবং জামায়াত-উদ-দাওয়ার নেতা হাছিজ সাঈদ ইতিমধ্যে লাহোরের কোট লখপট কারাগারে বন্দী রয়েছে। ২০০৮ সালের মুম্বই জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাঈদকে ১৭ জুলাই গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে মামলা চলছে।সিটিডি জানিয়েছে, বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া জঙ্গিরা সন্ত্রাস তহবিলের মাধ্যমে সম্পত্তি তৈরি করেছে। এখন যারা জঙ্গিদের তহবিল দিচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। এই সন্ত্রাসীরা আল আনফাল ট্রাস্টের মতো ট্রাস্ট গঠন করেছে৷ যার মাধ্যমে তহবিল সরবরাহ করা হচ্ছে। সিটিডি জানিয়েছে, ইতিমধ্যে সরকার সন্ত্রাসীদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এখন গ্রেপ্তার হওয়া জঙ্গিদের শুক্রবার নিম্ন আদালতে হাজির করা হবে।