জেলা

ভরদুপুরে মালদায় দুঃসাহসিক ব্যাংক ডাকাতি, ক্যাশিয়ারকে গুলি

মালদার গাজোলে সমবায় ব্যাঙ্কে দুঃসাহসিক ডাকাতি৷ অন্তত চার লক্ষ টাকা লুঠ করা হয়েছে বলে খবর৷ ডাকাতিতে বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন ওই ব্যাঙ্কের ক্যাশিয়ার৷ অন্তত সাত থেকে আটজনের সশস্ত্র ডাকাত দল লুঠপাট চালায় বলে খবর৷ ডাকাতি করে পালানোর সময় দুষ্কৃতীরা বোমাবাজিও করে বলে অভিযোগ৷ ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী৷ জানা গিয়েছে, এ দিন বেলা দুো নাগাদ মালদহের গাজোলের কৃষ্ণপুর সমবায় ব্যাঙ্কে হানা দেয় সাত থেকে আট জন দুষ্কৃতী৷ একটি গাড়িতে করে ব্যাঙ্কের সামনে হাজির হয় তারা৷ এর পর সশস্ত্র অবস্থায় দু জনকে পাহারায় রেখে ব্যাঙ্কের ভিতরে প্রবেশ করে বাকিরা৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, হাতে আগ্নেয়াস্ত্র এবং ব্যাগ নিয়ে ব্যাঙ্কের ভিতরে প্রবেশ করছে দুষ্কৃতীরা৷ প্রত্যেকেরই মুখ ছিল কাপড় দিয়ে ঢাকা, চোখে ছিল কালো রংয়ের চশমা৷ ব্যাঙ্ক কর্মীরা জানিয়েছেন, ভিতরে ঢুকেই ব্যাঙ্কে থাকা সব টাকা বের করে দিতে বলে৷ কর্মীদের প্রত্যেকের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়৷ এর পর দুষ্কৃতীরা ক্যাশ কাউন্টারে গিয়ে লুঠপাট চালাতে শুরু করে৷ ভল্টের চাবিও চায় ডাকাতরা৷ কিন্তু চাবি দিতে অস্বীকার করেন ব্যাঙ্কের ক্যাশিয়ার ক্ষীরোদ মণ্ডল৷ অভিযোগ, তখনই ওই ক্যাশিয়ারকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাতরা৷ গুলি লাগে ওই ব্যাঙ্ক কর্মীর পেটে৷ দুষ্কৃতীরা ব্যাঙ্কের সিন্দুক খোলার সময়ই অ্যালার্ম বেজে ওঠে৷ এর পরেই ব্যাঙ্ক ছেড়ে বেরিয়ে যায় দুষ্কৃতীরা৷ অভিযোগ, ডাকাতি করে পালানোর সময় পথ বাধামুক্ত করে পর পর কয়েকটি বোমাও ছোড়ে তারা ৷ ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও ততক্ষণে দুষ্কৃতীরা চম্পট দেয়৷ আহত ব্যাঙ্ককর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পলাতক দুষ্কৃতীদের খোঁজে নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ৷