জেলা

ভাটপাড়ায় তৃণমূলের পরিষদীয় প্রতিনিধিদল, অস্ত্র উদ্ধারের নির্দেশ

পুলিশি তত্‍পরতায় নির্বিঘ্নেই ভাটপাড়া সফর সারল তৃণমূলের পরিষদীয় প্রতিনিধিদল। ব্যারাকপুর থেকে ভাটপাড়া পর্যন্ত রাস্তার দু’ধার মুড়ে দেওয়া হয়েছিল ‘জয় শ্রীরাম’ লেখা ব্যানারে। কিন্তু বিজেপি-তৃণমূলের মুখোমুখি সংঘাত এ দিন আর ঘটতে দেয়নি ব্যারাকপুর কমিশনারেট। শুক্রবার দুপুর ২টো নাগাদ বিধানসভা থেকেই ভাটপাড়ার উদ্দেশে রওনা দেয় তৃণমূলের প্রতিনিধিদল। নেতৃত্বে ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। দলে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়,জ্যোতিপ্রিয় মল্লিক,ব্রাত্য বসু,পূর্ণেন্দু বসু,চন্দ্রিমা

ভট্টাচার্য, সুজিত বসু, নির্মল ঘোষেরা বেশ কিছুটা এলাকা এ দিন হেঁটেই ঘোরেন ফিরহাদ,সুব্রত,জ্যোতিপ্রিয়রা। তার মাঝেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন রাজ্যের মন্ত্রীরা। এলাকা পরিদর্শন করে তাঁরা ভাটপাড়া থানায় যান। সেখানে ব্যারাকপুরের উচ্চপদস্থ পুলিসকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এরপর থানা থেকে বেরিয়ে ফিরহাদ হাকিম দাবি করেন, বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের জন্যই এখানে ধারাবাহিক হিংসা চলছে। তাঁকে গ্রেফতার করার দাবিও করেছেন এদিন। পুলিশকে অস্ত্র ও বোমা উদ্ধারের নির্দেশও দিয়েছেন তিনি।