দেশ

ভারতের পারমাণবিক শক্তি উৎপাদনে নয়া মোড়

নয়াদিল্লিঃ ২০৩০ সালের মধ্যে ২১টি পারমাণবিক শক্তি কেন্দ্র নির্মাণ করবে ভারত৷ ঘোষণা করলেন অটোমিক এনার্জির সেক্রেটারি কে এন ভ্যাস। ভারতের নিউক্লিয়ার এনার্জি ফোরামের আলোচনায় তিনি জানান, ইতিমধ্যেই ১৭টি চুল্লির নির্মাণকার্য শেষ হয়েছে। বাকি সাতটি চুল্লি তৈরির কাজ বেশ দ্রুতগতিতেই এগোচ্ছে।প্রসঙ্গত, ভারতে বিদ্যুতের চাহিদার তুলনায় উৎপাদন কম। পারমাণবিক শক্তির ক্ষেত্রে এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ভারত প্রাচীন এবং অগ্রণী হলেও উৎপাদনের দিক থেকে বেশ পিছিয়ে।তাই চাহিদা পূরণের লক্ষ্যে নয়া উদ্যোগ নিয়েছে এনপিসিআইএল। ভ্যাস বলেন,” পূর্বনির্মিত চুল্লিগুলির অতিরিক্ত শক্তি উৎপাদন করার ক্ষমতা ছিল না।” কিন্তু এবার কম খরচে বেশি পরিমাণ শক্তি উৎপাদন করাই তাঁদের আসল লক্ষ্য।অন্যদিকে, অটোমিক এনার্জি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অনিল কাকড়কারের মতে, এদেশে ইউরেনিয়ামের আমদানি বাড়লেই এই কাজ আরও দ্রুতগতিতে করা সম্ভব হবে।