ছাপিয়ে গেল সব রেকর্ড, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৯০০
দেশে করোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মোট ১৫৬৮ জন রোগীর মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬ হাজার ৪৩৩ জন। এঁদের মধ্যে অবশ্য ১২ হাজার ৭২৬ জন রোগী এর মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। আজ স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এই তথ্য মিলেছে। মন্ত্রক সূত্রে আরও জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৯৫ জনের। যা এ পর্যন্ত একদিনের রেকর্ড । এই ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৯০০ জন।