খেলার সময় ভুল করে বিষফল খেয়ে ফেলেছিল ৷ বাড়ি ফিরে নিজেদের অসুস্থতার কথা জানায় অভিভাবকদের। কিন্তু হাসপাতালে না নিয়ে গিয়ে গ্রামের এক ওঝার দ্বারস্থ হয় পরিবার । ভুতে ধরেছে! এই আশঙ্কাতে ওঝা ও গুনিনকে দিয়ে রাতভর চলল ঝাঁড়-ফুক। চলে ঝাড়ফুঁক৷ শেষপর্যন্ত চিকিৎসার অভাবে মৃত্যু হয় দু’জনের৷ আশঙ্কাজনক অবস্থায় আরও দু’জনকে মালদা মেডিকেলে ভরতি করা হয়েছে ৷ মালদার গাজোলের কদমতলি মালঞ্চ গ্রামের ঘটনা । গতকাল বিকেলে গ্রামের চারজন সফিকুল ইসলাম (৬), মহম্মদ ফিরোজ (৮), কোহিনুর খাতুন (৭) ও শাবনুর খাতুন (৩) গ্রামের মাঠে খেলছিল৷ পাশে একটি বিষফলের গাছ ছিল । খেলার ছলে বিষফল খেয়ে ফেলে ওরা । খানিক বাদেই অসুস্থ বোধ করে । বাড়ি ফিরে সব কথা জানায় অভিভাবকদের৷ ততক্ষণে শরীর অবস্থা আরও খারাপ হয়ে যায়৷ এরপরই অভিভাবকরা তাদের স্থানীয় ওঝা রফিক শেখের কাছে নিয়ে যান ৷ সেখানে ঝাড়ফুঁক চলে৷ কিন্তু শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় সবাইকে নিয়ে যাওয়া হয় গাজোল গ্রামীণ হাসপাতালে৷ মাঝ রাস্তাতেই মৃত্যু হয়