বানের তোড়ে ভেঙে গেল শিবপুর জেটি ঘাটের গ্যাংওয়ে। ফলে বন্ধ হয়ে গেল ফেরি সার্ভিস। পরিস্থিতি স্বাভাবিক হতে কমপক্ষে ২৫ দিন লাগবে বলে জানালেন হুগলি জলপথ পরিবহণ সংস্থার কর্তারা। বুধবার দুপুর বারোটা নাগাদ জোয়ার আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, এত বিশাল বান আসে যে গঙ্গার জল জেটির ওপরে উঠে যায়। তখনই দুলে ওঠে জেটি। ফিরতি বানও ছিল বিশাল। সেই বানেই সশব্দে ভেঙে পড়ে ওই জেটি। জলের তোড়ে ভেঙে যায় গ্যাংওয়ে। বান আসার খবর থাকায় আগে থেকেই জারি ছিল সতর্কতা। তাই যাত্রীদের কোনও ক্ষতি হয়নি।