বাঁকুড়া: জেলায় আসন্ন তিন পুরসভা ভোট ও ২০২১ সালের বিধানসভা ভোটকে সামনে রেখে তীব্র গণ আন্দোলনে রাজপথে নামল সিপিএম। বুধবার বাঁকুড়ার ২২ টি ব্লকে গরীব মানুষদের একশো দিনের কাজ, সরকারি নাহ্য মূল্যে ধান কেনা, প্রতিটি মানুষের ডিজিট্যাল রেশন কার্ড, সরকারী প্রকল্পে প্রকৃত উপভোক্তাদের বাড়ি, এনআরসির প্রতিবাদে দলের ক্ষেত মজুর ইউনিয়ন ও সারা ভারত কৃষক সভার ব্যানারে মিছিল, পথ সভা ও প্রতিটি ব্লকে ডেপুটেশন দেওয়া হয়।এদিন জেলার উত্তর থেকে দক্ষিণ লাল ঝাণ্ডার মিছিলে অসংখ্য মানুষকে পথ হাঁটতে দেখা যায়। খাতড়ায় ডেপুটেশন ও পথ সভায় বক্তব্য রাখেন সিপিএম বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক অজিত পতি। তিনি তাঁর বক্তব্যে রাজ্য ও কেন্দ্র সরকারকে তুলোধনা করেন। কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে বলেন, এনআরসি চালু করার বিরুদ্ধে বামপন্থীরা সবসময় পথে নামবে। অন্যদিকে, আন্দোলনকারীরা এদিন মূলতঃ এনআরসি চালুর বিরুদ্ধে বাঁকুড়া-কলকাতা রাজ্য সড়কের উপর জয়পুরে পথ অবরোধ করেন সিপিএম। এই অবরোধের ফলে ব্যস্ততম এই রাজ্য সড়কে আটকে পড়ে বহু যাত্রী ও পণ্যবাহি যানবাহন। ফলে দিনের ব্যস্ততম সময়ে সমস্যায় পড়েন অসংখ্য মানুষ।অবরোধ কর্মসূচীতে অংশ নিয়ে সিপিএম জয়পুর এরিয়া কমিটির সম্পাদক মানিক রায় বলেন, এনআরসি আতঙ্কে ভূগছেন এরাজ্যের মানুষ। এই ঘটনায় জেরে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে ফেলা হচ্ছে। এনআরসি বিরোধীতার পাশাপাশি একশো দিনের কাজে বৈষম্য দূর, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে অন্তত দু’টি করে সরকারী ধান ক্রয় কেন্দ্র, প্রকৃত উপভোক্তাদের সরকারী প্রকল্পে বাড়ি, জয়পুর থানা নির্মল ঘোষণা করা হলেও অসংখ্য এমন গ্রাম রয়েছে যেখানে শৌচাগার তৈরী হয়নি বলেও তিনি দাবী করেন।